মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের বলেশ্বর নদ তীরবর্তী খেতাছিড়া বেড়িবাঁধের তিনটি পয়েন্ট ধসে দুই গ্রাম প্লাবিত হয়েছে। এতে ওই ইউনিয়নের খেতাছিড়া জেলে পল্লি গত তিনদিন ধরে জোয়ারের পানিতে পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছে। জোয়ারের চাপে ধস নামায় বাঁধের স্থানে সোমবার দুপুরের দিকে ভাঙনের তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে। সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, খেতাছিড়া বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে হু হু করে জোয়ারের পানি গ্রামে ঢুকে পানিতে নদ তীরবর্তী জেলে পল্লির বসতঘর ও কৃষিজমি প্রায় চার-পাঁচ ফুট পানিতে তলিয়ে গেছে। এতে করে আমন বীজতলা ও পাকা ইরিধানের ক্ষেত, সবজি বাগানসহ ১০টি মাছের ঘের, ৫০টি পুকুর ডুবে প্রায় ৮০০ হেক্টর কৃষিজমি পানির নিচে। গত তিনদিন ধরে এই দুই গ্রামের বাসিন্দারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।
খেতাছিড়া ইউপি সদস্য মোঃ আফজাল হোসেন বেপারী জানান, বলেশ্বর নদীর প্রবল জোয়ারের চাপে খেতাছিড়া বেড়িবাঁধের দুইটি অংশে ও কচুবাড়িয়া একটি পয়েন্টে ধস দেখা যায়। ওই তিনটি পয়েন্টে ভাঙনের তীব্রতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে দুই গ্রামের বসতবাড়ি, ক্ষেত-খামার চার/পাঁচ ফুট পানিতে ডুবে গেছে। পানিবন্দি সহস্রাধিক পরিবার গত তিনদিন চরম দুর্ভোগে পড়েছে।
সাপলেজা ইউপি চেয়ারম্যান মোঃ মিরাজ মিয়া বলেন, বেড়িবাঁধটি নদী ভাঙনকবলিত হওয়ায় কিছু অংশে ধস দেখা দিয়েছে। ওই অংশে জরুরি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী শাহআলম ঢালী জানান, জোয়ারের চাপে বেড়িবাঁধের ধসের খবর জেনেছি। বেড়িবাঁধটি নদী লাগোয়া হওয়ায় তা ঝুঁকিপূর্ণ ওই স্থানে মাটি ভরাট ও ব্লক নির্মাণ কাজ বাঁধ সংলগ্ন জমির অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে বাঁধের কাজ শেষ করা সম্ভব হয়নি। নতুন করে প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে সাময়িক সংস্কারের কোনো বরাদ্দ না থাকায় আপাতত কিছু করা সম্ভব হচ্ছে না।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের জন্য ইতোমধ্যে কাজ চলছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম