রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বিআরটিসির বাস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। কমিটি যেন তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেয় সেই নির্দেশও দেন সড়ক পরিববহন ও সেতুমন্ত্রী।
শনিবার সকালে রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএর কার্যালয়ে তিনি এই নির্দেশ দেন। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করছেন সেতুমন্ত্রী।
গতকাল গভীর রাতে নিকুঞ্জ এলাকায় বিআরটিসির বাস ডিপোতে আগুন লেগে ১১টি বাস ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে পাঁচটি দ্বিতল বাস এবং ছয়টি একতলা বাস।
নাশকতা না অন্য কোন কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে বিষয়টি সম্পর্কে কেউ জানাতে পারেনি।
ঘটনার পরপরই সেখানে পরিদর্শনে গিয়ে বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করার কথা জানান।
এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে কোনো গাফিলতি আছে কি না, তা দেখা হবে বলে জানান তিনি। ঈদের আগে আগুনে এতগুলো বাস পুড়ে গেলেও যাত্রী পরিবহনে সমস্যা হবে না বলে জানিয়েছিলেন বিআরটিসির চেয়ারম্যান।
সকালে বিআরটিএ কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের সময় সেতুমন্ত্রী আগুন লাগার ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন। বিশ্বাসযোগ্যতা আনতে কমিটিতে বিআরটিএ কর্মকর্তাদের পাশাপাশি পুলিশসহ সংশ্লিষ্টদের রাখার কথা জানান কাদের।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড