জীবন চৌধুরী:
ভোলার মনপুরায় রান্না করা দেড় কেজি হরিণের মাংসসহ একজনকে আটক করেছে বনাবিভাগ।
সোমবার রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোড়ালিয়া বিট কর্মকর্তা শোয়েবুর রহমানের নের্তৃত্বে বনপ্রহরী আব্বাস আলী ও বাবুল হক অভিযান চালায়। উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝের ঘাট সংলগ্ন হরিদাসের বাড়িতে অভিযান চালিয়ে রান্না করা অবস্থায় দেড় কেজি হরিণের মাংসসহ একজনকে আটক করে।
পরে আটককৃত যুবককে মঙ্গলবার সকাল ১১ টায় বন্যপ্রাণী সংরক্ষন আইনে মামলা দায়ের করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরন করে বনবিভাগ। আটককৃত যুবক হলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ রহমানপুর গ্রামে ৯ ওয়ার্ডের বাসিন্দা হরিদাসের ছেলে প্রাণজল দাস (২৮)।
উপজেলার কোড়ালিয়া বিট কর্মকর্তা শোয়েবুর রহমান জানান, সোবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হরিদাসের বাড়িতে অভিযান পরিচালনা করে রান্না করা অবস্থায় দেড় কেজি হরিণের মাংসসহ প্রাণজলকে আটক করা হয়। আটককৃত যুবককের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আরোও ৫ জন জড়িত বলেও তিনি জানান।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক : ফয়সাল আহমেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), বার্তা সম্পাদক: মো: মোরশেদ আলম, মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক), সহ-বার্তা সম্পাদক: মো: জিল্লুর রহমান খান, সহকারী সম্পাদক : ইমরান হোসেন।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম