মোঃ রাজিব তালুকদার:একজন মেধাবী,নিরপেক্ষ আর পরিশ্রমী সাহসী পুলিশ অফিসার বিশ্বের মানচিত্রে অমর।সকল অপরাধীদের সনাক্তকরন প্রকৃত শক্তির উৎস সহ নিরপেক্ষ ভুমিকায় আদালতে প্রেরন যাদের হাতে ন্যস্ত থাকে তারা হলো পুলিশ বাহিনী।মহামান্য আদালত বা বিচারক কখনো কোন আসামীকে ফাঁসী দেয়না,ফাঁসীর দন্ড হয় পুলিশ অফিসার কতৃক সিএস প্রেরণে। বিশ্বের প্রতিটি রাষ্ট্রে যদি পুলিশ বাহিনী না থাকতো তবে সে দেশে কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করা সম্ভব হতো না।
এই কারনে যে দেশের পুলিশ বাহিনীর কার্যক্রম যত উন্নত সে দেশের অর্থনৈতিক অবস্থাও তেমন উন্নত। এছাড়া যে দেশের পুলিশ বাহিনী যত কর্মঠ সে দেশের জনগন তত শৃঙ্খলাবদ্ধ এবং দেশ প্রেমিক।একজন সামান্য সাংবাদিক হিসাবে আমার মনে হয়,দেশের নিয়ম বা অনিয়ম ঘটনাবলী সমপর্কে সত্যকে উৎঘাটন করে, সৎ ও সাহসিকতার সাথে নিরপেক্ষ ভাবে আইন এবং সমাজের কাছে তুলে ধরে যাচ্ছেন কাঠালিয়া থানার ওসি এম আর শওকত আনোয়ার। সৎ নিষ্ঠাবান কর্মকর্তা যিনি জীবন বাঁজি রেখে সততার সাথে দায়ত্বি পালন করে আসছে।
পুলিশ সূত্রে জানাযায়, অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার নিয়মিত বাহিরে ডিউটি করে থানার আইন শৃঙ্খলা যথেষ্ট উন্নত রাখতে সক্ষম হয়েছেন। তিনি তার অফিসারদের সাথে স্ব শারীরে উপস্থিত থেকে প্রতিটি অভিযানে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি দিন রাত মিলেই কাজগুলো করে যাচ্ছেন। অতিরিক্ত কাজের চাপে গত কয় একদিন আগে থেকেই তিনি শাররিক ভাবে অসুস্থ্য অনুভব করে চিকিৎসকের শরনাপন্ন হন। জানাযায় তার বুকের মাংস অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। এখন তার অবস্থা বেশ ভালো। ভয়ের কোনো কারণ নেই। আশা করছি দ্রুতই সেরে উঠবে। তবে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।আমরা তার সুস্থতা কামনা করছি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাঠালিয়া উপজেলা শাখা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম