শুক্রবার (১৩ জুলাই) বিকাল সাড়ে চার ঘটিকায় ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অায়োজনে ও ইভডার সহযোগীতায় অামড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বরগুনার বেতাগী উপজেলা বনাম পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা একাশদ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠিত খেলায় দুই দুই গোলে সমতা অানায়ন করে। ভালো ও দর্শক উপভোগ্য খেলার জন্য উভয় দলের অধিনায়ক মোঃ শামসুল হক বাদল ও মোঃ শফিকুল ইসলাম সাগরের হাতে ট্রফি তুলে দেয়া হয়।
ধ্রুবতারা মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রভাষক ফিরোজ অালম জুয়েলের সভাপতিত্বে উদ্বোধন করেন ধ্রুবতারার কেন্দ্রীয় শিক্ষা ও প্রকাশনা সম্পাদক অলি অাহমেদ।
প্রধান অতিথি ছিলেন, ডিলির কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান সাইদুল ইসলাম মন্টু,সম্মানিত বিশেষ অতিথি ছিলেন, বেতাগী উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মজনু।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধ্রুবতারা বেতাগীর উপদেষ্টা মোঃ মহসিন খান, মির্জাগঞ্জের তরুণ সমাজ সেবক মোঃ সোহাগ সরদার, বরগুনা জেলা ধ্রুবতারার সভাপতি মোঃ মিরাজ খান।
খেলা পরিচালনা করেন, বেতাগী উপজেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন পল্টু।
সার্বিক সহযোগীতা করেন, ধ্রুবতারা বেতাগী উপজেলা শাখার সভাপতি মিঠুন দে ও মির্জাগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ হাসান অালী।
এসময় নিজ,পরিবার ও সমাজকে ধূমপান ও মাদকমুক্ত রাখার প্রত্যয়ে শপথ পাঠ করানো হয়।
এতে খেলোয়াড়সহ দুই শতাধিক দর্শক অংশ নেয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম