নওগাঁর মান্দায় বন্দুকযুদ্ধে একাধিক মাদক মামলার আসামি আওরঙ্গজেব ওরফে জেবু (৪৫) নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ভারশো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আওরঙ্গজেবের দেলুয়াবাড়ীর বাজার এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে।
নওগাঁ ডিবি পুলিশের ওসি সামসুদ্দীন জানান, সোমবার সন্ধ্যায় মান্দার দেলুয়াবাড়ী এলাকা থেকে মাদকসহ আওরঙ্গজেবকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে, পুলিশ জেবুকে সাথে নিয়ে রাতে মাদক উদ্ধার অভিযানে যায় ভারশো এলাকায়। এ সময় সেখানে লুকিয়ে থাকা মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশও। এ সময় তিন পুলিশ সদস্য ও আওরঙ্গজেব গুলিবিদ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক আওরঙ্গজেবকে মৃত ঘোষণা করেন।
নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিষয়টি নিশ্চিত করে করে জানান, আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে রয়েছে বলে জানান তিনি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম