খেলাধুলা ডেস্ক: বিপিএলের ম্যাচ শুরুর আগেই দুঃসংবাদ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন। দ্রুত সিপিআর দিয়ে তাকে সচল রাখার চেষ্টা করা হয়, এরপর হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
মাহবুব আলী মাঠে ছিলেন দলের অনুশীলন তদারকির সময়। ফিজিও তাঁর শারীরিক অবস্থার অবনতি বুঝতে পেরে সিপিআর শুরু করেন। পরে তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর পর তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
ঢাকা ক্যাপিটালস সূত্র জানায়, মাহবুব আলী দলের প্রথম ম্যাচের প্রস্তুতিতে ছিলেন। ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে দলের খেলোয়াড়রা ফিল্ডিংয়ে নেমে যাওয়ার কিছু সময় আগে এই দুর্ঘটনা ঘটেছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন, হাসপাতালের জরুরি পরীক্ষা ও চিকিৎসার পর মাহবুব আলী মারা গেছেন।
ঢাকা ক্যাপিটালসের ব্যবস্থাপনা জানিয়েছে, কোচের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে সারা স্টেডিয়ামে শোকের ছায়া নেমে এসেছে। দলের শিষ্যরা অনুশীলন চলাকালীনই এই খবর পান। মাহবুব আলী দলের সঙ্গে মাত্র কয়েক দিন আগেই গণমাধ্যমে শিষ্যদের প্রস্তুতি ও দলের ভাবনা নিয়ে কথা বলেছিলেন।
ফ্র্যাঞ্চাইজি সূত্র জানায়, অ্যাম্বুলেন্সেও মাহবুব আলীর শ্বাস-প্রশ্বাস সচল ছিল, তবে হাসপাতালে পৌঁছানোর পর পালস পাওয়া যায়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মাহবুব আলী জাকির এই আকস্মিক মৃত্যু বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় শোকের ঘটনা হিসেবে মনে করা হচ্ছে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, কোচদের শারীরিক সুস্থতার বিষয়টি মাঠে আরও বিশেষ নজরদারি প্রয়োজন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড