আন্তর্জাতিক ডেস্ক: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও টেক বিলিওনিয়ার ইলন মাস্ক। সোমবার (২০ জানুয়ারি) এমনটা জানিয়েছে গণমাধ্যম স্কাই নিউজ।
ক্যাপিটাল ওয়ালে জমকালো আয়োজনে ছেলে ‘এক্স’কে নিয়ে উপস্থিত হয়ে সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন বিশ্বের সর্বোচ্চ ধনী এই ব্যক্তি। ছেলেকে সঙ্গে নিয়েই মঞ্চে ওঠেন তিনি।
দৌঁড়ে গিয়ে বাবার সঙ্গে পোডিয়ামের কাছে দাঁড়ায় মাস্কের ছেলে। তার মাথায় হাত বুলিয়ে আদরও করেন ডোনাল্ড ট্রাম্প। এসময় বেশ খুশি দেখা যায় মাস্কপুত্রকে। লাফিয়ে লাফিয়ে হাত নাড়িয়ে উপস্থিত জনতার সামনে প্রকাশ করে সেই অভিব্যক্তিও।
হাসতে হাসতে ট্রাম্পের একজন উদ্যমী সমর্থক বলে ছেলেকে পরিচয় করিয়ে দেন বাবা ইলন মাস্ক।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড