আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় সেরেম্বান রাজ্যে অভিযান চালিয়ে ৭৪ জন বাংলাদেশি নাগরিকসহ ১১৬ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে এই তথ্য জানান।
বিবৃতিতে ইমিগ্রেশন বিভাগ জানায়, গতকাল বৃহস্পতিবার রাজ্যের নেগেরি সেম্বিলানের কুয়ালা পিলাহে একটি ইট কারখানা এবং পোর্ট ডিকসনের একটি নির্মাণাধীন ভবনে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ১৮০ জন অভিবাসীর কাগজপত্র যাচাইবাছাই করা হয়। এ সময় অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে ১১৬ জনকে আটক করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, আটকদের মধ্যে ৭৪ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২ জন নারী, ১১ জন চীনা, ৯ জন পাকিস্তানি, ৫ জন ভারতীয়, ২ জন মায়ানমারের নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে। বর্তমানে আটককৃতদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড