আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জোহর রাজ্যে ১৩ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ কর্তৃক গ্রেফতারকৃত অভিবাসীদের সংখ্যা ১৩ হাজার ৯৫ জন। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে গ্রেফতার করা হয় এসব অভিবাসীদের।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজ্য ইমিগ্রেশন বিভাগ (JIM) একটি ফেসবুক পোস্টে জানিয়েছে ৩ হাজার ৪০টি অভিযানে ২৫ হাজার ৯২৩ জন ব্যক্তিকে তল্লাশি করা হয়েছে। যেখানে ৩০৬ জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়।
ইমিগ্রেশন বিভাগ বলছে, কোন নিয়োগকর্তা যাতে অবৈধ অভিবাসীদের নিয়োগ না করেন, তা নিশ্চিত করার জন্য ব্যবসায়িক প্রাঙ্গণে পরিদর্শন করা হয়। আরও বলা হয়, অভিবাসন আইন ও বিধি লঙ্ঘনকারী বিদেশীদের বিরুদ্ধে লড়াই করার জন্য অভিবাসন বিভাগ জোহরজুড়ে আইন প্রয়োগ আরও জোরদার করবে।
মোট ৩ হাজার ২০৬ জন অবৈধ অভিবাসীর বিরুদ্ধে পন্টিয়ান সেশন কোর্টে অভিযোগ আনা হয়েছে। যারা কারাদণ্ড ভোগ করেছেন তাদের স্থানান্তরের জন্য পন্টিয়ানের পেকান নানাস ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হবে।
জোহর ইমিগ্রেশন ঘোষণা করেছে ৫ হাজার ৭১৯ জন অবৈধ অভিবাসীকে আকাশ, স্থল এবং সমুদ্র— এই তিন পথে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।
একই সাথে নিয়োগকর্তা, প্রতিষ্ঠানের মালিক, বৈধ ভ্রমণ নথি এবং পাস বা পারমিট ছাড়াই বিদেশি কর্মী নিয়োগের ষড়যন্ত্রকারী ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই চলবে বলেও জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড