মীর মাসুম বিল্লাহ,মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধিঃ মির্জাগঞ্জের পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর সমাপনী পরিক্ষা 2019 ছাত্র / ছাত্রীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গতকাল কাল শনিবার সকাল এগারো ঘটিকায় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র/ ছাত্রী,ও অবিভাবকদের উপস্থিতিতে এ অনুষ্ঠান শুরু হয়।এ তে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের সভাপতি হাজ্বী মো:আ:রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মো:জাকির হোসেন প্রধান শিক্ষক পশ্চিম কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ,মো:আব্দুল আওয়াল, শিক্ষক কাকড়াবুনিয়া আদর্শ মডেল হাই স্কুল, মোসা:নাসিমা বেগম শিক্ষিকা পশ্চিম কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও ইউপি সদস্য ৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ ,মোসা:সাজেদা বেগম শিক্ষিকা পশ্চিম কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়,এ ছাড়া ও উপস্থিত ছিলেন,মো:আইয়্যুব আলী খান ,মো:মজিবুর রহমান মৃধা,মোসা:আসমা বেগম শিক্ষক পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ।অনুষ্ঠান পরিচালনা করেন,মো:জাফর হোসেন খান প্রধান শিক্ষক পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।এছাড়া ও উপস্থিত ছিলেন, মো:জলিলুর রহমান সিকদার সহ বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রী অবিভাবক বৃন্দ।দোয়া পরিচালনা করেন,হাফেজ মাও:মীর মাসুম বিল্লাহ(মামুন) প্রধান শিক্ষক ঘটবাড়িয়া আফসারুল উলুম তা:কু:নু:হাফিজি মাদ্রাসা বরগুনা সদর।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড