মীর মাছুম: পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের মোঃ আলতাফ মোলাহ্ (৫৫) হার্ট দুর্বলতায় অসুস্থ হয়ে চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন। মোঃ আলতাফ মোলাহ্র (৫৫) এর বড় ছেলে মোঃ জসিম মোলাহ্ জানান, গত ১১/০৯/২০১৮ইং তারিখ রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দ্রুত বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ৪র্থ তলায় ডি-ব্লকে ১৪ নং বেডে ভর্তি করেন। তিনি এখন সুস্থ আছেন, অসুস্থতার কারন জান্তে চাইলে মোঃ জসিম বলেন, তিনি এর আগেও কয়েক বার এমন ভাবে স্ট্রোক করে ছিলেন তার হার্ট ও দূর্বল তিনি বার বার অসুস্থ হয়ে পড়েন এর আগেও অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে ছিলাম তখন ও মোটামুটি ভালো ছিলেন। গত ১৯/০৮/২০১৮ইং তারিখ আমার চাচাতো ভাইদের সাথে জমাজমি নিয়ে হাতাহাতি হওয়ার পরে বরিশাল সেবাচিম হাসপাতালেই ভর্তি ছিলেন এবং ৩০/০৮/২০১৮ইং তারিখ সুস্থ হয়ে গেলে ডাক্তার তার নাম কেটে দেয়।
আমরা তাকে বাড়ী নিয়ে যাই, গত ১১/০৯/২০১৮ইং তারিখে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে আসি ডাক্তার তাকে ভর্তি করে, ভালভাবে পরিক্ষা করে বলেন তার হার্টে সমস্যা তাই বুকে ব্যাথা তবে ভয়ের কোন কারন নেই, এখানে কিছুদিন ভর্তি থাকলে ভালভাবে চিকিৎসা দিলে সে ভাল হয়ে যাবে। মারামারির ঘটনায় মামলা হয়েছে কি না জান্তে চাইলে তিনি বলেন, আমরা কোন মামলা করিনি সুধু সাধারন ডায়রি করেছি। গত ৩১/০৮/২০১৮ইং তারিখ থানার গোলঘরে বসে এলাকার গন্য মান্য শালিস ব্যবস্থার মাধ্যমে এটা মিমাংসা হওয়ার কথা ছিল আমারা বসিনি এবার সুস্থ্য হয়ে বাড়ী গেলে আপস মিমাংসা হবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম