এবার মুজিববর্ষে শতভাগ রাসায়নিক বিষ মুক্ত রাজশাহীর আম জাতিকে উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক। তিনি যোগ করেন, এ ব্যাপারে কঠোর নজরদারি করবে প্রশাসন।
শুক্রবার সকালে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে রাজশাহী সার্কিট হাউসের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে ডিসি এ ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, ‘আম নামানোর সময়সীমা বেঁধে দেওয়ায় এমনিতেই রাজশাহীর আমে কোনো ধরনের রাসায়নিক প্রয়োগের সুযোগ পান না চাষীরা। এবার মুজিববর্ষে কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে বাজারে শতভাগ রাসায়নিক মুক্ত আম সরবরাহ নিশ্চিত করা হবে।
জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষে সরকারি সব দপ্তরের সেবা হবে অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। ভূমি সংক্রান্ত সেবা নিয়ে জনমনে একটা নেতিবাচক ভাবনা রয়েছে। সে জন্য মুজিববর্ষে প্রতিটি উপজেলায় ভূমি মেলার আয়োজন করা হবে। সেখানে সবচেয়ে কম সময়ে সেবা পাবেন মানুষ। এভাবে প্রতিটি দপ্তরেরই সেবার মান বাড়ানো হবে। মুজিববর্ষ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ, জাতীয় বাস্তবায়ন কমিটি, স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্দেশনা মোতাবেক রাজশাহী সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সমগ্র জেলায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
জেলার ৯ উপজেলায় ৯টি ক্ষণগণনা যন্ত্র বসানো হয়েছে। এছাড়া সরকারি উদ্যোগে রাজশাহী সিটি করপোরেশনের নগরভবন এবং মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে দুটি ক্ষণগণনা যন্ত্র বসানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও একটি ক্ষণগণনা যন্ত্র বসিয়েছে।
প্রেস ব্রিফিংয়ে রাজশাহী সিটি করপোরেশনের সচিব আবু হায়াত মো. রহমাতুল্লাহ, রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক, মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবদুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম