ভারতের উত্তর প্রদেশে এ পর্যন্ত কোনো মুসলিমকে কেন মুখ্যমন্ত্রী করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশের খাদ্য ও গণবণ্টনমন্ত্রী।
সোমবার লখনৌতে এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ান বিরোধীদের উদ্দেশে এ প্রশ্ন ছুড়ে দেন।
রামবিলাস পাসোয়ান বলেন, মুসলিমরা কি ‘বন্ডেড লেবার’ যে তারা কেবল মুলায়ম সিং যাদব (সমাজবাদী পার্টি), অখিলেশ যাদব (সমাজবাদী পার্টি), মায়াবতী (বহুজন সমাজ পার্টি) বা কংগ্রেসকে ভোট দেবে?
তিনি বলেন, উত্তর প্রদেশে মুসলিমদের অনেক বড় জনগোষ্ঠী রয়েছে। এজন্য তারা কেবল মুসলিমদের ভোট চান। উত্তর প্রদেশে কেন এতদিন কোনো মুসলিমকে মুখ্যমন্ত্রী করা হয়নি? এরকম বিহারেই বা হয়নি কেন?’
রামবিলাস পাসোয়ান আরো বলেন, ‘একবার বিহারে আমার সুযোগ এসেছিল, আমি মুসলিম মুখ্যমন্ত্রী করার জন্য সুপারিশ করেছিলাম। কিন্তু লালুপ্রসাদ যাদব (আরজেডি প্রধান) তার স্ত্রী রাবড়ি দেবীকে বিহারের মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন।
মুসলিমদের উদ্দেশ্যে তিনি বলেন, মুসলিমদের বলতে চাই, আপনাদের বিজেপির ভয় দেখানো হচ্ছে। কিন্তু আপনাদের স্পষ্ট বুঝতে হবে আপনারা কী ‘বন্ডেড লেবার’? আপনারা সরকারের সামনে আপনাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরুন এবং তারপরে কোনো দল সম্পর্কে সিদ্ধান্ত নিন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম