মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে মেক্সিকোতেই দুটি স্থানে দর্শকদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হয়েছে ১৪ জনকে। শনিবার এ ঘটনা ঘটে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর জুয়ারেজে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রথম হামলাটি হয় শহরটির দক্ষিণাঞ্চলে। সেখানে ফুটবল ম্যাচ দিখছিলেন আটজন মানুষ। অকস্মাৎ তাদের ওপর গুলি চালায় অস্ত্রধারীরা।
এতে কমপক্ষে ৬ জন নিহত হন। আহত হন দু’জন। অন্যদিকে শহরের ডাউনটাউনে একটি সেলুনে ফুটবল খেলা উপভোগ করছিলেন বেশ কিছু মানুষ। তাদের ওপরও গুলি চালায় এক দল অস্ত্রধারী। তারা একটি নীল ভ্যানে করে সেখানে গিয়েই গুলি করা শুরু করে। এতে কমপক্ষে ৫ জন নিহত হন। দিনের শুরুতে আরো তিনজন ব্যক্তিকে একটি পার্টি থেকে তুলে নেয় অস্ত্রধারীরা। এরপর তাদেরকে হত্যা করে। এ নিয়ে শুধু এ মাসে এভাবে ওই শহরে হত্যা করা হলো ১২৮ জনকে। ২০০৬ সালে মেক্সিকো সরকার মাদক বিরোধী অভিযান শুরু করে। ওই অভিযানের পর এ পর্যন্ত সেখানে নিহত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ। এ তথ্য সরকারি সূত্রের। তবে এর মধ্যে সুসংগঠিত অপরাধের সঙ্গে জড়িত কতজন তা বলা হয় নি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড