মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা ॥ জামালপুরের সরিষাবাড়ির দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক জহুরুল ইসলাম ঠান্ডুসহ ৪ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ২৯ মে বেলা ১১টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করে।
ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন-দৈনিক সংবাদের প্রবীণ সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহজাহান, সময়
টিভির জেলা সংবাদদাতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হান্নান দেওয়ানী, ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), অর্থ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান রতন (ফটো জার্নালিস্ট), প্রচার সম্পাদক ছামিউল ইসলাম (সংবাদ), শাহীন আলম (যায়যায়দিন), এবি সবুজ (আজকের প্রভাত), মোমিনুল ইসলাম (পল্লীকণ্ঠ প্রতিদিন) প্রমুখ। সভায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানোনো হয়।
উল্লেখ্য, ২৭ মে সরিষাবাড়িতে ৪০টি প্রাইমারী স্কুলের নৈশপ্রহরী কাম পিয়ন পদে নিয়োগ চলছিল। সাংবাদিক জহুরুল নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন। ইউএনও’র অফিসে নিয়োগ পরিক্ষা চলাকালে যুবলীগ সভাপতি আশরাফুল ও তার ক্যাডাররা তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগের অজুহাতে সাংবাদিককে ইউএনও’র সামনে থেকে টেনে হেচড়ে মারধর করে। এসময় অন্যান্য সাংবাদিকরা আসলে তাদেরও মারধর করে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড