খেলাধুলা ডেস্ক: জোড়া গোলে লিওনেল মেসির আরেকটি রেকর্ড ভাঙলেন ক্রিস্টিয়ানো রোনলদো। এলএম টেন’কে টপকে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন সিআর সেভেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাই পর্বে স্বাগতিক আর্মেনিয়াকে ৫-০ গোলে হারায় পর্তুগাল। এই ম্যাচে দুইটি গোল করেন রোনালদো।
এর মাধ্যমে বিশ্বকাপ বাছাই পর্বে ৪৮ ম্যাচে ৩৮ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার স্থান দখল করলেন তিনি। অন্যদিকে, ৭২ ম্যাচ খেলে ৩৬ গোল করে তৃতীয় স্থানে রয়েছেন মেসি।
এদিকে, বিশ্বকাপ বাছাই পর্বে ৪৭ ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৯ গোলের মালিক কার্লোস রুইজ। তাকে পেছনে ফেলতে সিআর সেভেনের মাত্র ১টি গোলের প্রয়োজন।
উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে হাঙ্গেরির মোকাবিলা করবে বর্তমান ন্যাশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড