মোরেলগঞ্জ : ‘সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়-এসো সম্পীতির স্বদেশ গড়ি’-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস।
এ উপলক্ষ্যে সোমবার (২ অক্টোবর) অনুষ্ঠিত হয় মানববন্ধন ও শান্তির পদযাত্রা। সুশাসনের জন্য নাগরিক সুজন ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগীতায় মানববন্ধন ও শান্তির পদযাত্রা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি আজমিন নাহার। দি হাঙ্গার প্রজেক্ট মোরেলগঞ্জ ও বারইখালী ইউনিয়নের ইউসি নাহিদা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংস্থার খাউলিয়া ও নিশানবাড়িয়া ইউনিয়নের ইউসি মো. মেহেদী ইসলাম, নারী নেত্রী রুনু আকতার, মাহামুদা আকতার, পারভীন আকতার, শারমীন আকতার, মরিয়ম আকতার, সংস্থার উজ্জীবক মো. আনোয়ার ও মো. আবুল বাশার প্রমুখ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড