প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০১৮, ১:২২ পি.এম
মোসাদ্দেককে সতর্ক করেছে বিসিবি, নাসিরেরটা পরে

স্ত্রী সামিনা শারমীনের সঙ্গে বিচ্ছেদ হয়েছে গত ১৬ আগস্ট। গত রোববার ২৬ আগস্ট, মোসাদ্দেকের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলাও হয়েছে। আজ সেটির জের ধরে বিসিবির শুনানিতে ডাকা হয়েছিল মোসাদ্দেককে। যেহেতু মামলা চলছে, বিসিবি কোনো শাস্তি দেয়নি মোসাদ্দেককে, শুধু সতর্ক করে দিয়েছে
এশিয়া কাপের দলে আছেন। মোসাদ্দেক হোসেনের ভাবনায় এখন শুধু এশিয়া কাপই থাকার কথা। সেটি আর থাকছে কোথায়! স্ত্রী সামিনা শারমীনের সঙ্গে বিচ্ছেদ, পরে তাঁর বিরুদ্ধে স্ত্রীর করা ময়মনসিংহের আদালতে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা। আজ সেটির জের ধরে বিসিবির শুনানিতে হাজিরা—ভালো হুজ্জতেই পড়েছেন মোসাদ্দেক।
সাব্বিরের মতো আপাতত মোসাদ্দেকের কোনো শাস্তির সুপারিশ করেনি বিসিবির শৃঙ্খলা কমিটি। শুধু সতর্ক করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বিসিবি আসলে মোসাদ্দেককে শাস্তি দিতেও পারে না। কেন পারে না, সেটির ব্যাখ্যা দিলেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, ‘মোসাদ্দেককে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে নিজের কার্যকলাপ, চলাফেরা নিয়ে যেন সে সাবধান থাকে। যেহেতু ওর মামলাটা পারিবারিক, আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না।’
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম