মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
কুলাউড়া থানা অফিসার ইনচার্জ শামীম মোছা জানান, কুলাউড়া উপজেলার ব্রাম্মনবাজার ইউনিয়নের আদমপুর এলাকার বাসিন্দা রফিক মিয়া (৩৫) পারিবারিক কলহের জের ধরে ধারালো দা দিয়ে কুপিয়ে তার স্ত্রী নাছিমা আক্তার(২৮) কে হত্যা করে। এ সময় তার দা’র কোপে গুরুতর আহত হন তার শাশুরী মোনাজান বেগম ও শ্যালিকা মনি আক্তার।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘাতক রফিক পালিয়ে যায়।
এ ব্যপারে ব্রাম্মন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ আহমদ জানান, এলাকাবাসীর সহায়তায় আহতদের প্রথমে মৌলভীবাজর ২৫০ শয্যা হাসপাতালে পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কুলাউড়া থানা অফিসার ইনচার্জ শামীম মোছা জানান, তারা এ বিষয়ে মামলা নিয়ে আসামিকে আইনের আওয়তায় নিয়ে আসবেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম