খেলাধুলা ডেস্ক: ভুটানের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে টি-টোয়েন্টি ক্রিকেটে এমন এক কীর্তি গড়েছেন, যা আগে কেউ পারেননি। আন্তর্জাতিক বা ঘরোয়া কোনো টি-টোয়েন্টি ম্যাচে এই প্রথম এক বোলার এক ইনিংসে নিয়েছেন ৮ উইকেট।
২২ বছর বয়সী ইয়েশে এই কীর্তি গড়েন মিয়ানমারের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। শুক্রবার গেলেফুতে অনুষ্ঠিত ম্যাচে তিনি মাত্র ৭ রান দিয়ে নেন ৮ উইকেট। বল করেন চার ওভার। তার বিধ্বংসী বোলিংয়ে মিয়ানমার গুটিয়ে যায় মাত্র ৪৫ রানে।
এর আগে ম্যাচে ভুটান তোলে ৯ উইকেটে ১২৭ রান। এই একপেশে সিরিজে এখন পর্যন্ত চার ম্যাচে ইয়েশের উইকেট সংখ্যা ১২। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার।
ইয়েশের আগে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ সাত উইকেট নেওয়ার ঘটনা ঘটেছিল মাত্র দুবার। ২০২৩ সালে চীনের বিপক্ষে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস নেন ৭ উইকেট। তিনি দেন ৮ রান। ২০২৫ সালে ভুটানের বিপক্ষে বাহরাইনের আলি দাউদ নেন ৭ উইকেট। তিনি দেন ১৯ রান।
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এমন কীর্তি দেখা গেছে আরও দুইবার। ২০১৯ সালে লেস্টারশায়ারের কলিন অ্যাকারম্যান বার্মিংহাম বেয়ার্সের বিপক্ষে নেন ৭ উইকেট। ২০২৫ সালে বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেট নেন তাসকিন আহমেদ।
২০২২ সালের জুলাইয়ে মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় ইয়েশের। প্রথম ম্যাচেই তিনি নেন ৩ উইকেট। দেন ১৬ রান। এখন পর্যন্ত ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার উইকেট ৩৭টি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড