ইংলিশ এফ এ কাপের তৃতীয় রাউন্ডে সার্জিও অ্যাগুয়েরোর জোড়া গোলে বার্নলিকে ৪-১ ব্যবধানে হারায় চেলসি। ম্যাচের ২৫ মিনিটে ম্যানচেষ্টার সিটি ডিফেন্ডার জন স্টোনসের ভুল পাস থেকে গোল করে বার্নলিকে এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার অ্যাশলি বার্নস। বিরতির পর ম্যাচের ৫৬ ও ৫৮ মিনিটে দু গোল করে ম্যানসিটিকে ম্যাচে লিড এনে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো। পরে সিটির হয়ে বাকি দুই গোল করেন জার্মন স্ট্রাইকার লিরোয় সানে ও পর্তুগিজ মিডফিল্ডার বার্নারদো সিলভা। রাতের অন্য
ম্যাচে নরউইচ সিটির সঙ্গে গোল শূন্য ড্র করে চেলসি। এফ এ কাপে ৭ বারের শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে চেলসির। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে মাঠে ফিরেছেন চেলসি ডিফেন্ডার ডেভিড লুইস। নরউইচ সিটির বিপক্ষে নতুন একাদশ নিয়ে মাঠে নামেন কোচ অ্যান্তোনিও কোন্তে। ম্যাচে কোন ফল না পাওয়ায় ৭৫ মিনিটে আলভারো মোরাতাকে মাঠে নামালেও ম্যাচের ফল পরিবর্তন হয়নি। আগামী ১৫ই জানুয়ারি ফিরতি লেগে মুখোমুখি হবে দু দল।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড