আন্তর্জাতিক ডেস্ক: আবারও যুক্তরাষ্ট্রে ম্যাস শ্যুটিংয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সকালে দেশটির মন্টানা অঙ্গরাজ্যের একটি বারে চালানো এ হামলায় নিহত হয়েছেন অন্তত ৪ জন।
তবে সন্দেহভাজন হামলাকারী মাইকেল পল ব্রাউনকে এখনও আটক করতে পারেনি পুলিশ। জানা গেছে, অ্যানাকোন্ডা শহরের ওই বারটির পাশেই বাস করতো সে। তবে হামলার কারণ জানা যায়নি এখনও।
এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীকে দ্রুত গ্রেফতারে চলছে অভিযান। এলাকাটিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
এর আগে, গত সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে ভয়াবহ বন্দুক হামলায় কর্তব্যরত অবস্থায় ৩৬ বছর বয়সি পুলিশ অফিসার দিদারুল ইসলামসহ ৪ জন নিহত হন। হামলাকারী ২৭ বছরের শ্যেন ডেভন তামুরা নিজেও আত্মহত্যা করে।
গান ভায়োল্যান্স আর্কাইভের তথ্য অনুসারে, এবছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৫৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন শত শত মানুষ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম