এ অবস্থায় সিরিয়ায় মার্কিন বাহিনীর সঙ্গে সংঘাত এড়িয়ে চলতে তুরস্কের প্রতি তিনি এ আহ্বান জানিয়েছেন।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ফোন করে এ আহ্বান জানান ট্রাম্প।
এ সময় মার্কিন বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধতে পারে এমন যে কোনো পদক্ষেপ এড়িয়ে চলতে এরদোগানের প্রতি আহ্বান জানান তিনি।
ট্রাম্প বেসামরিক মানুষের প্রাণহানি ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যাতে আর না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন। এ কারণে সেনা অভিযান সীমিত করা দরকার বলেও মন্তব্য করেন ট্রাম্প।
সিরিয়ায় কুর্দি গেরিলা নিয়ন্ত্রিত আফরিনের পর মানবিজেও তুরস্ক অভিযান শুরুর ঘোষণা দেয়ার পর ট্রাম্প এরদোগানকে ফোন করলেন।
গত শনিবার থেকে আফরিনে সেনা অভিযান চালাচ্ছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্কের জাতীয় নিরাপত্তার স্বার্থে ওয়াইপিজি গেরিলাদের নির্মূলের লক্ষ্যে আফরিনে অভিযান চালানো হচ্ছে।
সিরিয়ায় প্রকাশ্যে অন্তত দুই হাজার মার্কিন সেনা ও উপদেষ্টা মোতায়েন রয়েছে। সিরিয়ার সরকারের অনুমতি ছাড়াই ওই সব মার্কিন সেনা সেখানে অবস্থান করছে এবং সরকার উৎখাতের জন্য সব ধরনের অন্যায় তৎপরতা চালিয়ে যাচ্ছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম