এম এ মজিদ : রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ইসলামপুর বাইশাপাড়া গ্রামে আজ বিকেলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চুইয়া মদসহ এক দম্পতি মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ইসলামপুর বাইশাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী মোহাম্মদ বাটুল মিয়া এবং তার স্ত্রী শাহানা আক্তার গোপনে চুইয়া মদ প্রস্তুত ও সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ইতোমধ্যে চারটি মাদক মামলা রয়েছে।
থানার ওসি মহোদয় কর্তৃক প্রাপ্ত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭২ পদাতিক ব্রিগেডের অধীনে পীরগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর শেখ রাশশাদ রহমান সেনাবাহিনীর একটি দল অভিযানে পাঠানোর নির্দেশ দেন। তার নেতৃত্বে ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম এর কমান্ডে ১৬ সদস্যের সেনা টহল দল এবং ৬ সদস্যের পুলিশ সদস্য—যার মধ্যে ২ জন নারী কনস্টেবলও ছিলেন—একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করেন।
অভিযানটি দুপুর দুইটা ঘটিকায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত শেষ হয়। অভিযানে মোহাম্মদ বাটুল মিয়া ও তার স্ত্রী শাহানা আক্তারকে নিজ বাসা থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়:
দেশীয় চুইয়া মদ: ১৪২.৫ লিটার
তৈরিকৃত মদের বোতল: ৯টি
মোবাইল ফোন: ৩টি
নগদ অর্থ: ১২০০ টাকা
মদ তৈরির পাউডার: ৭৫০ গ্রাম
প্রচুর পরিমাণ মদ প্রস্তুত করার সরঞ্জাম
অভিযান শেষে জব্দকৃত মাদক ও অন্যান্য আলামতসহ আটক দুই আসামিকে আইনানুগ ব্যবস্থার জন্য মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়।
সাম্প্রতিক সময়ে রংপুর অঞ্চলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান মাদকের বিরুদ্ধে দৃশ্যমান ভূমিকা রাখছে। স্থানীয় জনগণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জানান, এর ফলে এলাকায় স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে। এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড