স্টাফ রিপোর্ট :রক্তপাত ও হানাহানি বন্ধে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একইসঙ্গে ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আসামিদের বিচার, দেশ সংস্কার ও এটিএম আজাহারের মুক্তির দাবিও তোলেন তিনি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণ জামায়াতের হাতে দেশের ক্ষমতা দিলে আমরা শাসক না হয়ে জনগণের সেবক হবো এবং আমরা ব্যক্তি নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই। জনপ্রতিনিধিদের দায়িত্বে অবহেলার ফলে দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগস্থান গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়ায় ৫৩ বছরেও উন্নয়ন হয় নায় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, মারামারি না করে ভোটের মাঠে চলেন। জনগণ যদি আপনাদের নৈতিকতা আদর্শ ভালবাসে আপনাদের ভোট দেবে। আর জামায়াতকে ভালবাসলে জামায়াতকে ভোট দেবে। ভোটের মাঠে যাওয়ার আগে খ্যাপার কারণে বোঝা যায় আপনারা বিপদে আছেন। এছাড়া ফ্যাসিবাদের বিরুদ্ধে সচেতন থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ভারতে বসে এখনও শেখ হাসিনা ষড়যন্ত্র করছে।
প্রায় ২২ বছর পর রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিন সম্মেলন শুরুর আগে সকাল থেকেই আশাপাশসহ জেলার বিভিন্নস্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন নেতাকর্মীরা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড