প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৯:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০১৮, ৭:০১ এ.এম
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাজধানীর খিলক্ষেত ও হাজারীবাগে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে খিলক্ষেতে ধাক্কায় আবদুস সালাম (৭০) ও হাজারীবাগে একটি প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, খিলক্ষেতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোটেল লা মেরিডিয়ানের সামনের রাস্তায় শনিবার সকাল ৮টার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আবদুস সালাম নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। খিলক্ষেত থানার পুলিশ কনস্টেবল মোশারফ হোসেন তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে, তার বাড়ি গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর গ্রামে। এদিকে, গত শুক্রবার রাতে হাজারীবাগের বউবাজার এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় একজন নারী গুরুতর আহত হন। রাত ১টা ২০ মিনিটের দিকে আবদুল আলিম নামে এক রিকশাচালক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
ঢাকা মেডিক্যালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড