বগুড়ার সোনাতলা উপজেলায় শাবনুর বেগম (২১) নামের এক গৃহবধু ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
শাবনুর গোসাইবাড়ি গ্রামের প্রবাসী গোলাম রব্বানীর স্ত্রী।
পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তিন বছর আগে গোলাম রব্বানীর সঙ্গে বিয়ে হয় শাবনুরের। তাদের সংসারে দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। শাবনুরের স্বামী দেড় বছর আগে কাজের সন্ধানে ওমান যান।
গত বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে মুঠোফোনে ঝগড়া হয় শাবনুর বেগমের। রাতে সেহেরি সময়ও ওই গৃহবধূর কথার আওয়াজ পাওয়া যায়। পরে শুক্রবার সকালে শোবার ঘরে ওই তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম