রাশিয়া ও তুরস্কের মধ্যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ বিক্রির চুক্তি চূড়ান্ত হয়েছে । রাশিয়ার সামরিক সহযোগিতা পর্যবেক্ষণকারী শীর্ষ কর্মকর্তা ভ্লাদিমির কোঝিন এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, চুক্তি চূড়ান্ত হয়েছে এবং মস্কো ২০১৯ সালের শেষের দিকে আঙ্কারাকে এই ব্যবস্থা সরবরাহ করা শুরু করবে।
কোঝিন আরও বলেন, গত ১১ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আঙ্কারা সফরের সময় তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে তার এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। এখন আঙ্কারাকে এস-৪০০ সরবরাহের বিষয়ে আর কোনো বিতর্কিত বিষয় অবশিষ্ট নেই। রাশিয়া এই ব্যবস্থা সরবরাহের ক্ষেত্রে তুরস্ককে ঋণ সহায়তা দেবে বলেও জানান প্রেসিডেন্ট পুতিনের সহকারী কোঝিন। ২০০ কোটি ডলার মূল্যের এ চুক্তি সম্পর্কে তিনি বলেন, এস-৪০০ ব্যবস্থার যে মূল্য নির্ধারণ করা হয়েছে তার একাংশ তাৎক্ষণিকভাবে পরিশোধ করবে তুরস্ক। আর বাকি অংশ মস্কো আঙ্কারাকে ঋণ হিসেবে দেবে যা পরবর্তীতে রাশিয়া ফেরত পাবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড