আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রপতির শাসন জারির পর আবারও উত্তপ্ত ভারতীয় রাজ্য মণিপুর। উপজাতি অধ্যুষিত পার্বত্য অঞ্চলে কুকি-জো সম্প্রদায়ের ডাকে রোববার (৯ মার্চ) থেকে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট।
যা ঘিরে সহিংসতা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে। কাংপোকপি জেলায় পুলিশের সঙ্গে কুকি বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন। আহত হয়েছেন অন্তত ৪০ জন, যাদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য ও একাধিক নারী। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সহিংসতাপ্রবণ এলাকাগুলোয় মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। ৪৮ ঘণ্টার অভিযানে আটক করা হয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কমপক্ষে ১৭ জনকে।
উল্লেখ্য, গত মাসে মুখ্যমন্ত্রী বিরেন সিংয়ের পদত্যাগের পর রাষ্ট্রপতি শাসন জারি করা হয় মণিপুরে। কেন্দ্রের হাতে চলে যায় রাজ্য প্রশাসন। জাতিগত সহিংসতায় বিগত দেড় বছর ধরে উত্তপ্ত পূর্বাঞ্চলীয় রাজ্যটি। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত আড়াইশ’ মানুষ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড