প্যারিস সেইন্ট-জার্মেইতে যোগ দেবার আগে রিয়াল মাদ্রিদের সাথে দল বদলের বিষয়ে আলোচনার বিষয়টি স্বীকার করেছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার কাইলিয়ান এমবাপ্পে। কিন্তু এখন আর স্প্যানিশ চ্যাম্পিয়ন দলে যাবার কোন স্বপ্ন নেই বলেও জানিয়েছেন এই তারকা স্ট্রাইকার।
গত মৌসুমে মোনাকোকে ১৭ বছর পরে ফ্রেঞ্চ লীগ ওয়ানের শিরোপা উপহার দেয়া এমবাপ্পেকে দলে নিতে রিয়াল দল বদলের শুরু থেকেই লক্ষ্যস্থির করেছিল। কিন্তু রিয়ালে নয় বরং আগস্টে পিএসজিতে যোগ দিয়ে সবাইকে চমকে দেন ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রাথমিক ভাবে ধারে মোনাকো ছাড়লেও চুক্তির শর্তানুযায়ী আগামী বছরই তার ১৮০ মিলিয়ন ইউরোর চুক্তির মেয়াদ স্থায়ী হবে।
স্প্যানিশ স্পোর্টস ডেইলি মার্কায় সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'ট্রান্সফার নিয়ে নানা গুজব ছিল। এটা সত্যি যে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে আমি মনে করি এটা এখন আমার ও রিয়াল মাদ্রিদের জন্য অতীত। আমি এখন পিএসজির খেলোয়াড়। আর আমি এই দলের জন্য শতভাগ দিতে প্রস্তুত।'
এমবাপ্পে আরও জানিয়েছেন, নিজের শহর হওয়াতে তিনি সব সময়ই পিএসজিতে খেলতে চেয়েছেন। তিনি বলেন, আমি সব সময়ই বিশ্বের সেরা দলের হয়ে খেলতে চেয়েছি। পিএসজি এমন একটি ক্লাব যেখানে সবকিছু আছে, এই ক্লাবটি সবকিছু অর্জনের ক্ষমতা রাখে।
চলতি মাসে ব্যালন ডি'র জয় করা রোনালদোর সাথে এই তালিকায় সপ্তম স্থানে ছিলেন এমবাপ্পে। এই তালিকায় তিনি পিছনে ফেলেছেন রবার্ট লিওয়ানোদোস্কি, হ্যারি কেন ও পিএসজি সতীর্থ এডিনসন কাভানির মত বিশ্বসেরা তারকাদের।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড