রাশিয়ার গুরুত্বপূর্ণ বিমানবন্দর নুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরের ২৫ শতাংশ মালিকানা কিনছে কাতার এয়ারওয়েজ। রাশিয়ার রাজধানী মস্কোর গুরুত্বপূর্ণ চারটি বিমানবন্দরের একটি হলো এই নুকোভো। গতকাল মঙ্গলবার এখবর জানিয়েছে আল জাজিরা। গত সোমবার এই ঘোষণা দিয়েছেন কাতারের জাতীয় বিমান সংস্থার প্রধান নির্বাহী আকবর আল-বাকের। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, চুক্তিটির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। কাতার এয়ারওয়েজের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিমানবন্দরের মালিকানা কিনতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আগামি ৮ সপ্তাহের মধ্যে চুক্তির বিস্তারিত চূড়ান্ত হবে। কাতারি আমিরের রাশিয়া সফরে কাতার এয়ারওয়েজ দেশটির কসমস্কো’র সঙ্গে পাঁচ বছরের অপর একটি চুক্তি স্বাক্ষর করেছে। নুকোভো বিমানবন্দরটি মস্কোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি দেশটির যাত্রী পরিবহনের ক্ষেত্রে তৃতীয় ব্যস্ত বিমানবন্দর। এর আগে এই মাসের শুরুতে আল-বাকের বলেছিলেন, আঞ্চলিক কূটনৈতিক বিরোধের কারণে এই অর্থ বছরে বড় ধরনের লোকসানের মুখে পড়তে পারে কাতার এয়ারওয়েজ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম