রোহিঙ্গাদের ওপর নৃশংসতায় জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান জেইদ রাদ-আল হুসেইন।
জেনেভায় শুক্রবার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন এই জাতিসংঘ কর্মকর্তা।
জেইদ রাদ-আল হুসেইন বলেন, ‘রোহিঙ্গাদের নিধনের অনেক পরীক্ষিত প্রমাণ রয়েছে। কিন্তু সেসব অভিযোগ অস্বীকার করে মিয়ানমার। অভিযোগ মিথ্যা প্রমাণ করতে হলে দেশটির উচিত তদন্ত দলকে সেখানে (রাখাইন) ঢুকতে দেয়া।’
এসময় তিনি রাখাইনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ঢুকতে দেয়ার সুযোগ দিতে মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এর আগে জেনেভাতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত নিধনযজ্ঞের সব অভিযোগ অস্বীকার করেছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাউং তুন।
বৃহস্পতিবার তিনি তার দেশের বিরুদ্ধে অভিযোগগুলো ‘ভয়াবহ’ বলে উল্লেখ করে সেসবের প্রমাণ হাজির করতে বলেছিলেন সাংবাদিকদের।
এর একদিন পরেই জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান আন্তর্জাতিক অপরাধ আদালতে এসব অভিযোগের বিচার হওয়া হওয়া উচিত বলে মন্তব্য করলেন।
জাতিসংঘ রোহিঙ্গা নিধনের বিষয়টিকে ‘জাতিগত নিধনের পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ বলে আখ্যা দিয়েছে। সূত্র: রয়টার্স, এপি
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম