খেলাধুলা ডেস্ক: লা লিগার ম্যাচে রোববার (৯ নভেম্বর) রাতে সেল্তা ভিগোকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির হ্যাটট্রিক এবং লামিনে ইয়ামালের এক গোলের সুবাদে এই দারুণ জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
প্রথমার্ধে দুবার পিছিয়ে পড়লেও সেল্তা ভিগো প্রতিবারই সমতা ফিরে আসতে সক্ষম হয়। তবে লেভানডোভস্কি এদিন যেন ছিলেন চলতি মৌসুমের সেরা ফর্মে। তার একক পারফরম্যান্সের কাছেই যেন ধরাশায়ী হয় সেল্তা ভিগো।
ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু পরবর্তী মিনিঈটে সেল্তা ভিগোর কারেইরা গোল করে দলকে সমতায় ফেরান। ৩৭ মিনিটে রাশফোর্ডের ক্রসে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। তবে সেল্তা ভিগোর বোর্তা ইগলেসিয়াস দর্শনীয় এক গোলে আবার ম্যাচে সমতা ফেরান। প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়ামালের গোলে ৩-২ এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা। ৭৩ মিনিটে রাশফোর্ডের কর্নারে হেড করে লেভানডোভস্কি তার হ্যাটট্রিক পূর্ণ করেন। কোনো গোলের দেখা না পেলেও তিনটি গোলেই ভূমিকা রেখেছেন রাশফোর্ড।
এই জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্টের পার্থক্য কমিয়ে এনেছে বার্সা। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। অন্যদিকে সমপরিমাণ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩১।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড