তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আটক দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে জামিন আবেদনটি সোমবারের কার্যতালিকায় ৩৫৫ নম্বরে রয়েছে।
ক্রম অনুসারে এ সপ্তাহে ওই আবেদনের শুনানি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন শহিদুল আলমের আইনজীবী ব্যরিস্টার জ্যেতির্ময় বড়ুয়া।
তিনি সাংবাদিকদের বলেন, শহিদুল আলম শারীরিকভাবে অসুস্থ। জামিন পেলেও তিনি দেশ ছেড়ে যাবেন না। তাছাড়া তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায়ও পড়ে না। এ জন্য ১৮ সেপ্টেম্বর হাইকোর্টে জামিনের এ আবেদন করা হয়।
আলোকচিত্রী শহিদুল আলম গত আগস্টে ছাত্র আন্দোলন নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। এ ঘটনায় গত ৫ আগস্ট তথ্য-প্রযুক্তি আইনে রমনা থানায় করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। ঢাকার হাকিম আদালতে শহিদুলের জামিন আবেদন নাকচ হলে তার আইনজীবীরা ১৪ আগস্ট মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন।
এরপর ওই আদালতে তার জামিন সংক্রান্ত আবেদন নামঞ্জুর হলে ২৮ আগস্ট হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়। পরে ৪ সেপ্টেম্বর ওই আবেদনের শুনানিতে বিব্রতবোধ করেন হাইকোর্ট। এ পর্যায়ে বিধি অনুসারে প্রধান বিচারপতি হাইকোর্টের অন্য একটি বেঞ্চে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন। ১০ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন শহিদুল আলমের জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্টের ওই বেঞ্চ। পরে ১১ সেপ্টেম্বর ঢাকার আদালত শুনানি নিয়ে শহিদুল আলমের জামিন নাকচ করেন। এ প্রেক্ষিতে ১৮ সেপ্টেম্বর হাইকোর্টে ফের তার জামিন চেয়ে আবেদন করা হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড