শুধু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করলেই হবে না বরং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার মানও উন্নত করতে হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। সোমবার সকালে উপজেলার জাঙ্গালপাশা হাজী আঃ মজিদ একাডেমির নতুন ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক বহুতল ভবন নির্মান করে প্রতিষ্ঠানের উন্নয়ন করলেই চলবে না। প্রতিটি প্রতিষ্ঠানকেই প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানও উন্নত করতে হবে। ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে ভাল ফলাফলের নিশ্চয়তাও দিতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এ দেশের হাল ধরবে।
এমপি নিক্সন চৌধুরী আরও বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে গুরুত্ব দিচ্ছেন। সারাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা দিচ্ছেন। নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে সত্য ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
জাঙ্গালপাশা হাজী আঃ মজিদ একাডেমির প্রধান শিক্ষক ইলিয়াছ আহম্মেদ এর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তুর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু প্রমুখ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম