অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্দ্র প্রহরী’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “এ দেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা যেন মনে রাখে যে স্বৈরাচার ও ফ্যাসিবাদের কোনো স্থান নেই। যারা গণতন্ত্র হত্যা করবে, তাদের পরিণতি এ রকমই হবে।” তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ কখনোই প্রকৃত গণতান্ত্রিক দল ছিল না। বরং এটি গণতন্ত্রের মুখোশ পরা একটি মাফিয়া–ফ্যাসিস্ট শক্তি হিসেবে কার্যকর ছিল, যা বারবার সংবিধান লঙ্ঘন করেছে।
তিনি বলেন, দেশের জনগণের গণ-অভ্যুত্থান এবং শহীদের রক্তের বিনিময়ে যে প্রত্যাশা জন্মেছে, তা হলো শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। “মানুষ বৈষম্যমুক্ত রাষ্ট্র চাইছে। যদি জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হই, বা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা ব্যর্থ হন, তাহলে দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতির উত্থান ঘটতে পারে। তাই আমাদের দায়িত্ব গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা,” যোগ করেন তিনি।
সমাবেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, “শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করতে চেয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।” তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ আওয়ামী রাজনীতিকে ‘মিথ্যার ওপর ভিত্তি করে গণতন্ত্রহীনতার রাজনীতি’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আওয়ামী বাকশালীদের রাজনৈতিক মৃত্যু ঢাকায় হলেও তাদের দাফন হয়েছে দিল্লিতে। তাই এ দেশের রাজনীতি স্বাধীনতার চেতনা এবং গণতান্ত্রিক আদর্শের উপর ভিত্তি করে গড়ে তোলা আবশ্যক।”
তিনি আগামী নির্বাচনের গুরুত্বও উল্লেখ করে বলেন, “গত ১৭ তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পতিত স্বৈরাচারী–ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে রায় প্রদান করেছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যার অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।”
সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির নেতৃবৃন্দসহ মুক্তিযুদ্ধের প্রজন্মের সহস্রাধিক সদস্য।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড