চার মাস পর ক্লোজ হল শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘সুপারহিরো’ ছবির ক্যামেরা। যে ক্যামেরা অন হয়েছিল চলতি বছরের ২৩ জানুয়ারি। শুটিং শুরু হয়েছিল অস্ট্রিলিয়ার সিডনি শহর থেকে। শনিবার শেষ হল পূবাইলে। এদিন সকাল থেকে সেখানে ছবির শেষ দৃশ্যের শুটিং হয়। অংশ নেন শাকিব খান, বুবলী ও টাইগার রবিসহ অন্যান্য অভিনয়শিল্পীরা।
‘সুপারহিরো’ ছাড়াও শাকিব খান ও বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটিও এবারের ঈদে মুক্তি পাওয়ার কথা। সম্প্রতি এই ছবিটি বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। এটি হতে যাচ্ছে শাকিব-বুবলীর পঞ্চম মুক্তিপ্রাপ্ত ছবি। এটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। প্রযোজনায় রয়েছে শাপলা মিডিয়া।
এদিকে আগামী মঙ্গলবার কক্সবাজারে শুরু হচ্ছে শাকিব-বুবলী জুটির নতুন আরো একটি ছবি ‘ক্যাপ্টেন খান’-এর দ্বিতীয় লটের শুটিং। দুই সপ্তাহ শুটিং চলবে এখানে। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিতে কলকাতার আশিষ বিদ্যার্থী ও পায়েল মুখার্জিও অভিনয় করছেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম