প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২১, ৮:১৮ এ.এম
সন্তান জন্মের পর করোনায় মারা গেলেন নার্স

জীবন নিউজ ডেস্ক : নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স (মিডওয়াইফ) আকলিমা বেগম (৩০) সন্তান জন্মের ৫ দিন পর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১০ জুন) বিকেল রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় গত ১ জুন তার করোনা পরীক্ষার পর গত ২ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে ওই দিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে আইসিইউ সংকট থাকায় রাজধানীর মুগদা হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিজারের মাধ্যমে এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি। সন্তান জম্মের ৫ দিন পর গত ১০ জন আইসিইউতে তার মৃত্যু হয়।চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তামজিদ জানান, মৃত আকলিমা আক্তার চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স (মিডওয়াইফ) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার রাজবাড়িতে। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সাইফুলের স্ত্রী।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম