অর্থনীতি ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে। এর আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখ ৩১ ডিসেম্বর নির্ধারিত হয়। বর্তমানে সময় আরও বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়।
এনবিআর আজ রোববার এ বিষয়ে একটি বিশেষ আদেশ জারি করেছে। আদেশে বলা হয়, করদাতাদের সুবিধার কথা বিবেচনা করেই এই সময় বাড়ানো হয়েছে।
এনবিআরের তথ্যনুযায়, চলতি ২০২৫-২৬ করবছরে এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ৪২ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন। এর মধ্যে ২৬ লাখের বেশি করদাতা ইতোমধ্যে রিটার্ন জমা দিয়েছেন। অর্থাৎ এখনও প্রায় ১৫ থেকে ১৬ লাখ করদাতা রিটার্ন জমা দেননি।
এনবিআর জানায়, বর্তমানে দৈনিক গড়ে ১৫ হাজারের বেশি করদাতা রিটার্ন জমার জন্য নিবন্ধন করছেন। প্রতিদিনই আরও নতুন নতুন করদাতা অনলাইনে নিবন্ধন করছেন।
এনবিআর থেকে জানা যায়, এ বছর থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়ার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। রিটার্ন দাখিলের সময় কোনও কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হচ্ছে না; শুধু প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই হচ্ছে। এতে করে অনলাইনে রিটার্ন দাখিলের আগ্রহ আরও বাড়বে বলে আশা করছে ।
চলতি করবর্ষের জন্য অনলাইনে রিটার্ন দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকের ক্ষেত্রে এ বিধান শিথিল রাখা হয়েছে। চাইলে ই-রিটার্নও দাখিল করতে পারবেন তারা। করদাতার তরফে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও এবছর অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড