প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের নির্দেশ এসেছে।
বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর করা অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার।
মামলায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, উস্কানিমূলক বক্তব্য দেওয়া এবং তা গণমাধ্যমে প্রকাশ করার অভিযোগ আনা হয়েছে।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ মে ফটিকছড়িতে এক আলোচনায় যোগ দেন গিয়াস কাদের। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে।'
এই ঘটনার পরদিন গিয়াস কাদেরকে খুঁজতে তার বাড়ি গুডস হিলে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। কিন্তু তিনি তখন বাড়িতে ছিলেন না। আর ছাত্রলীগের নেতা-কর্মীরা তখন বাড়ির ভেতরে থাকা বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন।
একই দিন গিয়াসউদ্দিন কাদেরের বিরুদ্ধে মামলা দায়ের করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন। এতে আরও অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।
এই মামলায় আজ বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি উপজেলার বিএনপির নেতা মনছুর আলম চৌধুরী ও নুরুল ইসলাম মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে।
গিয়াস কাদেরের বিরুদ্ধে মামলার আর্জি করেছেন করেছেন সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনিও। চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খানের আদালতে এই আবেদন করা হয়।
আবেদনটি গ্রহণ করে তা মামলা হিসেবে লিপিবদ্ধ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর পাঁচলাইশ থানাকে নির্দেশ দিয়েছেন বিচারক।
রনির আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, মামলায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তির মামলায় ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম