
লক্ষ্মীপুর জেলার কমলনগরের চরকাদিরা এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্বার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কমলনগর থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন।
নিহত মাইন উদ্দিন মানু ওই এলাকার সুলতান আহমদ পাটওয়ারীর ছেলে। তাকে ডাকাত দলের সদস্য দাবি করে পুলিশ বলছে, দুই দল ডাকাতের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে সে মারা যায়।
কমলনগর থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেনের ভাষ্য, ভোররাতে উপজেলার চরকাদিরার দিনামাঝির খেয়াঘাট এলাকার মতলব মাঝির পরিত্যক্ত বাড়িতে ডাকাত দলের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। সেখান থেকে ডাকাত মাইন উদ্দিন মানুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করার কথা জানিয়ে তিনি আরও বলেন, নিহত মানু পুলিশের তালিকাভুক্ত ডাকাত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিল। তার বিরুদ্ধে সদর, কমলনগর ও নোয়াখালীসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও জানান ওসি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড