সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে সিএস ম্যাপ অনুযায়ী মরিচ্চাপ নদী খননের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গ্রামবাসীর আয়োজনে ৭ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় আশাশুনি উপজেলার চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রাক্তন শিক্ষাক আব্দুল খালেকের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, বুধহাটা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, স্থাণীয় বাসিন্দা ফকির মহিউদ্দীন, মাজেদা খাতুনসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সিএস বা এসএ ম্যাপ অনুযায়ী মরিচ্চাপ নদী খনের কথা থাকলেও ঠিকাদার তার ইচ্ছামত নদী খনন করে যাচ্ছেন। খননের নকসা অনুযায়ী লাল পতাকা মারা ছিল কিন্তু তারা সেটি না মেনে আমাদের রের্ডকীয় জমি উপর দিয়ে নদী খনন করে যাচ্ছেন।
যার ফলে মরিচ্চাপ নদীর তীরে থাকা চাপড়া মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠান ও শত শত পরিবার ভাঙন ঝুকিতে রয়েছে। বক্তারা এসময় সিএস বা এসএ ম্যাপ অনুযায়ী মরিচ্চাপ নদী খনের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম