লেবাননে পলাতক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানের সাবেক প্রধান কার্লোস গোয়েনকে ধরতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল) । বৃহস্পতিবার ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা লেবানন হাতে পেয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে দেশটির বিচার বিভাগের এক সূত্র। আর্থিক অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে গত ৩১ ডিসেম্বর জাপান থেকে লেবানন যান গোয়েন।
সূত্রটি জানায়, গোয়েনকে ধরতে ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী হাতে পেয়েছে। যা বিচার বিভাগে পাঠানো হবে। গোয়েনকে ধরা হবে কি‘না সে সিদ্ধান্ত এখনও নেয়নি কর্তৃপক্ষ। এর আগে ইন্টারপোলের লাল তালিকাভুক্ত কাউকে গ্রেফতার করার নজির নেই দেশটিতে। তবে পাসপোর্ট বাজেয়াপ্ত করার ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, আর্থিক অনিয়মের দায়ে ২০১৮ সালে গোয়েনকে গ্রেফতার করে জাপান । এরপর জামিনে ছাড়া পান তিনি। জামিনের শর্তে আইনজীবীর কাছে পাসপোর্ট জমা দিয়ে আদালতের অনুমতি সাপেক্ষে তার দেশ ছাড়ার কথা। তবে তা না মেনে ৩১ ডিসেম্বর তিনি লেবাননে পালিয়ে যান।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম