ক্যারিয়ারে তৃতীয়বারের মত সাম্বা ডি’অর পুরস্কার জয় করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ইউরোপে সেরা ব্রাজিলিয়ান তারকা হিসেবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সমর্থক, সাংবাদিক ও বাছাইকৃত সাবেক খেলোয়াড়দের ভোটে সেরা খেলোয়াড়কে বেছে নেয়া হয়। প্যারিস সেইন্ট-জার্মেইর এই সুপারস্টার এর আগে ২০১৪ ও ২০১৫ সালে বার্সেলোনার হয়ে এই পুরস্কার অর্জন করেছিলেন।
নেইমারের আগে তিনবার এই পুরস্কার জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন থিয়াগো সিলভা। ২০০৮ সালে সর্বপ্রথম পুরস্কারটি জিতেছিলেন ব্রাজিলের সাবেক তারকা প্লেমেকার কাকা। ২০১৬ সালে এই পুরস্কার জয় করেছিলেন বার্সেলোনায় নেইমারের পরিবর্তে সম্ভাব্য খেলোয়াড় হিসেবে বেশ খানিকটা এগিয়ে থাকা লিভারপুলের মিডফিল্ডার ফিলিপ কুতিনহো। এবারের তালিকায় নেইমারের পরে দ্বিতীয় স্থানে ছিলেন কুতিনহো। রিয়াল মাদ্রিদ ফুল-ব্যাক মার্সেলো ছিলেন তৃতীয় স্থানে। এর পরের স্থানগুলোতে রয়েছেন যথাক্রমে পলিনহো, কাসেমিরো ও গ্যাব্রিয়েল জেসাস।
আগস্টে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে পিএসজিতে যোগ দেবার পর থেকে ফ্রেঞ্চ জায়ান্টদের হয়ে নেইমার ২০টি ম্যাচে করেছেন ১৭ গোল। ফেব্রুয়ারিতে প্যারিসে আনুষ্ঠানিকভাবে নেইমারের হাতে সাম্বা ডি’অর ট্রফি তুলে দেয়া হবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড