অনলাইন ডেস্ক: রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। সোমবার ১ ডিসেম্বর সকাল সাড়ে দশটার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী সড়কে অবস্থান নিলে নিউমার্কেট এলাকার মিরপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানায়, ঢাকা কলেজসহ সংশ্লিষ্ট সাতটি কলেজ বহুদিনের ইতিহাস, স্বকীয়তা ও পরিচিতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। তাদের দাবি, নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো চালু হলে দীর্ঘদিনের ঐতিহ্য ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হবে। সিদ্ধান্ত গ্রহণের আগে শিক্ষার্থীদের মতামত না নেওয়ায় অনেকে অসন্তোষ প্রকাশ করেন।
সরকার এরই মধ্যে সাত সরকারি কলেজকে একীভূত করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করার বিষয়টিও উল্লেখ করা হয়। সরকার বলছে, উচ্চশিক্ষার মান উন্নয়ন, প্রশাসনিক জটিলতা কমানো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত কাঠামো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আরও অসন্তোষ রয়েছে। আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন বলেন, স্কুলিং পদ্ধতি চাপিয়ে দেওয়া হলে প্রশাসনিক জটিলতা এবং শিক্ষক সংকট আরও বাড়তে পারে। নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হলেও কলেজগুলোর স্বতন্ত্র পরিচয় ও ব্র্যান্ড বিলুপ্ত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এক শিক্ষার্থী বলেন, কোনো আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী।
প্রসঙ্গত, ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটি সাত কলেজকে চারটি স্কুলে ভাগ করে ইন্টারডিসিপ্লিনারি কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব দিয়েছে। ২৪ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া অধ্যাদেশে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর তিন পর্যায়ের পাঠদান রাখার পরিকল্পনা জানানো হয়। আরেকটি কমিটি কাঠামোগত ও একাডেমিক বিষয়ে মতামত যাচাই-বাছাই করছে এবং অন্তর্বর্তী সরকারের মাধ্যমে অধ্যাদেশ আকারে আইন জারির প্রস্তুতি চলছে।
এদিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে আন্দোলন চালিয়ে যায়। অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড যেখানে লেখা ছিল, স্কুলিংয়ের ঠাঁই নাই ঢাকা কলেজের আঙিনায়। অবরোধের কারণে সায়েন্সল্যাব, নিউমার্কেট ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড