‘টিম ইন্ডিয়া’ ক্রিকেটারদের সঙ্গে রুপালি পর্দার অভিনেত্রীদের প্রেমকাহিনী কিংবা বিয়ে নতুন কোন খবর নয়। এবার সে তালিকায় যোগ হল ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার নাম। নতুন বছরের শুরুতেই বলিউড অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে বাগদান সারলেন তিনি।
বুধবার (০১ জানুয়ারি) ইনস্টাগ্রামে স্টানকোভিচের সঙ্গে বাগদানের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ম্যায় তেরা, তু মেরি জানে সারা হিন্দুস্তান’। নাতাশাও একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, হার্দিক তাঁকে একটি আংটি দিয়ে প্রপোজ করছেন।
বাগদানের ঘোষণার পর পান্ডিয়া-নাতাশা জুটিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। টিম ইন্ডিয়ার সতীর্থরাও শুভেচ্ছা জানিয়েছেন তাদের। তালিকায় রয়েছে বিরাট কোহলির নামও।
খবরের শিরোনাম হতে সময় লাগে না ক্রিকেটার হার্দিকের। রঙিন মেজাজের এই বোলার চোটের কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন। যদিও খুব শীঘ্রই মাঠে ফিরবেন তিনি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম