 
     বিনোদন ডেস্ক:   বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ‘বিগ বস’-এর সঞ্চালনা করছেন প্রায় এক দশক ধরে। যদিও গত দুই বছর ধরে মৃত্যুভয় তাড়া করছে তাকে। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন তিনি। গত বছর অভিনেতার বাড়িতে পর্যন্ত গুলি চলে। এরপর থেকে তার চলাফেরায় বিধিনিষেধ রয়েছে। কিন্তু সেসব বিধিনিষেধ উপেক্ষা করেই চালিয়ে যাচ্ছেন 'বিগ বস'-এর শুটিং। আর এই সঞ্চালনা করতে গিয়েও তিনি চড়া পারিশ্রমিক নিয়ে থাকেন। বিনোদন জগতের অন্যতম দামি সঞ্চালক হিসাবে গণ্য করা হয় ভাইজানকে। কেউ কেউ মনে করেন ‘বিগ বস’ সঞ্চালনায় সত্যিই কি সালমান ১৫০ কোটি রুপি নেন?
বিনোদন ডেস্ক:   বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ‘বিগ বস’-এর সঞ্চালনা করছেন প্রায় এক দশক ধরে। যদিও গত দুই বছর ধরে মৃত্যুভয় তাড়া করছে তাকে। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন তিনি। গত বছর অভিনেতার বাড়িতে পর্যন্ত গুলি চলে। এরপর থেকে তার চলাফেরায় বিধিনিষেধ রয়েছে। কিন্তু সেসব বিধিনিষেধ উপেক্ষা করেই চালিয়ে যাচ্ছেন 'বিগ বস'-এর শুটিং। আর এই সঞ্চালনা করতে গিয়েও তিনি চড়া পারিশ্রমিক নিয়ে থাকেন। বিনোদন জগতের অন্যতম দামি সঞ্চালক হিসাবে গণ্য করা হয় ভাইজানকে। কেউ কেউ মনে করেন ‘বিগ বস’ সঞ্চালনায় সত্যিই কি সালমান ১৫০ কোটি রুপি নেন?
এবারের ১৯তম সিজনে ১৫টি সপ্তাহের সঞ্চালনা করবেন অভিনেতা সালমান খান। প্রতি সপ্তাহের জন্য ৮ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক পাবেন তিনি। সর্বসাকল্যে প্রায় ১৫০ কোটি হিসাব দাঁড়ায়। এ বিষয়ে অনুষ্ঠানের প্রযোজক ঋষি নেইগি বলেন, এই চুক্তিটা হয় মূলত সালমানের সঙ্গে জিও-হটস্টারের। সেখানে আমি মন্তব্য করার কেউ না। উনি সপ্তাহের শেষ মুখ দেখাচ্ছেন, আমি তাতেই খুশি।
অন্যদিকে সালমান খান বলেন, তার আর 'বিগ বস' সঞ্চালনা ভালো লাগে না। শরীর আর সায় দেয় না, মন ভালো থাকে না। কিন্তু তাও কাজ চালিয়ে যেতে হয়। সেটি থামিয়ে দিলে চলবে না।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড