স্টাফ রিপোর্ট: সিলেটে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নেয়া আসামিকে আবার গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে শহরের কুমাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি মারামারি ঘটনার এফআইআর ভুক্ত আসামি সুমন নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আসামির পরিচিতজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এক পর্যায়ে তারা জোর করে আসামিকে পুলিশের ভ্যান থেকে ছাড়িয়ে নিয়ে যান। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালিয়ে আসামি সুমনকে গ্রেফতার করা হয়।
এদিকে, পুলিশের কাজে বাধা প্রধানকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড