সিলেট প্রতিনিধি: সিলেটে দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির ৪৭ নেতা। গতকাল বুধবার সকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে বিএনপি নেতারা জামিন আবেদন করলে বিচারক মফিজুর রহমান ভূঁইয়া তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত বিএনপি নেতাদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এমএ হক, খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব ফয়সল, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর শাহীন, সাংগঠনিক সম্পাদক মিফতাহ। আদালত সূত্র জানায়, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনের প্রচারণা চলাকালীন সময়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। নির্বাচনী প্রচার-প্রচারণা চলাকালে উচ্চ আদালত থেকে দুই সপ্তাহের আগাম জামিন পান বিএনপি নেতাকর্মীরা। পরে জামিনের মেয়াদ শেষ হলে নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। গত ২১ জুলাই গ্রেফতার দুই কর্মীকে ছাড়িয়ে আনতে নেতাকর্মীদের নিয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ে সামনে অবস্থান নেন মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী। পরে এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহপরান থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এছাড়া নগরের টুলটিকর এলাকায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগে ওই থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় বিএনপির শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড